অরুণোদয়: অক্টোবর , ২০১৩ সংখ্যা

Posted by স্বাভিমান Labels: , , , ,

'অরুণোদয়' শিলচর শহরের প্রাচীন পত্রিকাগুলোর একটি। ৬৪ বছর বয়স এর। এককালে সম্পাদনা করতেন, সুনীল দত্তরায়, তখন এটি সাধারণ ভাবে বরাক উপত্যকার মধ্যবিত্ত বাঙালির  এক অন্যতম মুখপত্র ছিল বললে ভুল হবে না। শিলচর প্রেমতলার অরুণোদয় কার্যালয়, এখন যেখানে সানগ্রাফিক্স, এবং যে সানগ্রাফিক্সে এখনো উপত্যকার বহু গুরুত্বপূর্ণ বই, পত্রিকা ছাপা হয়, এমন কি এই অরুণোদয়ও --সেটি  তখন শহরের এক গুরুত্বপূর্ণ বৌদ্ধিক আড্ডাও ছিল। ছিল বহু ঐতিহাসিক ঘটনাবলীরও সাক্ষী। এখনো সানগ্রাফিস্ক তাই আছে। কিন্তু অরুণোদয়ের সঙ্গে সানগ্রাফিক্সের আগে কোন সম্পর্ক ছিল না, এখনো ছাপানোর বাণিজ্যিক সম্পর্কের বেশি কিছু নেই । গেল শতকের নব্বুইর দশকে এর মালিকানা কিনে নেন চন্দন সেনগুপ্ত। এখন তিনিই সম্পাদক।  আগে এটি সাপ্তাহিক কাগজ ছিল, এখন মাসিক। এখন এটি নির্দিষ্টভাবেই মধ্যবিত্ত ছাড়াও, দলিত বঞ্চিত আদিবাসী, সংখ্যালঘু , মেহনতি মানুষের মুখপত্র। আমাদের দীর্ঘদিনের ইচ্ছে ছিল, একে আন্তর্জালে উপস্থিত করবার। আজ অক্টোবর, ২০১৩ সংখ্যা থেকে সেটি সম্ভব হলো বলে ভালো লাগছে। প্রদেশ এবং দেশ-বিদেশের নিয়মিত সংবাদ এবং প্রতিবেদন ছাড়াও, আশা করছি আপনাদের ভালো লাগবে,
অরূপ বৈশ্যের লেখাঃ চা-বাগানের মূল বাসিন্দাদের মর্মবেদনা।
সন্তোষ রাণারঃ খাদ্য নিরাপত্তা এবং  জমি অধিগ্রহণ আইন প্রসঙ্গে।
মৃন্ময় দেবেরঃ সন্মিলিত সাংস্কৃতিক মঞ্চঃ  প্রত্যাশা এবং সম্ভাবনা।
শৈলেন দাসেরঃ বরাক উপত্যকার কৈবর্ত সমাজের আর্থসামাজিক অবস্থান।
আপনি নিচে পুরো কাগজটাই পড়তে পারেন। ইচ্ছে করে এখানেই কম্পিউটারে বড় করে, বা নামিয়ে নিয়ে। আপনার শুধু এডোব ফ্লাস প্লেয়ার দরকার পড়তে পারে, সেটি এখান থেকে নামিয়ে নিন।  পিডিএফ -টি সামান্য  দুর্বল বলে কিছু বর্ণ ভেঙ্গে গেছে, কিন্তু তাতে কাগজটি পড়তে তেমন কোন অসুবিধে হবে বলে মনে হচ্ছে না।


0 comments:

স্বাভিমান:SWABHIMAN Headline Animator

^ Back to Top-উপরে ফিরে আসুন